কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডে খেলতে পারবেন না নাজমুল হোসেন শান্ত, এই তথ্য এরইমধ্যে প্রায় সবাই জেনে গেছেন। এবার আরও এক দুঃসংবাদ দিলেন বাংলাদেশ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন শান্ত।
Advertisement
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম বিভাগের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান শান্ত। ব্যথার কারণে ফিল্ডিংও করতেও পারেননি বাংলাদেশ। তার পরিবর্তে ম্যাচ পরিচালনা করেন সহকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
প্রথমে মনে করা হয়েছিল, শান্তর চোট বেশি গুরুতর নয়। কিন্তু এআরআই করার পর জানা গেছে, টাইগার অধিনায়কের চোট বেশ ভালোই গুরুতর।
Advertisement
শান্তর চোট ও ছিটকে যাওয়া নিয়ে বিবৃতি দেন বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী।
তিনি বলেন, ‘গতকাল শারজায় শান্তর এমআরআই করা হয়েছে। আমরা টিম ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। সেখানে তার (শান্ত) কুঁচকিতে দ্বিতীয় গ্রেডের স্ট্রেন পাওয়া গেছে। এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের সময় প্রয়োজন হবে। তিনি আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও থাকবেন না। আমরা দুই সপ্তাহ পর তার (শান্ত) অবস্থা পুনর্বিবেচনা করবো। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরবেন শান্ত।’
আফগানিস্তান সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।
আগামী ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুর হবে ২৯ নভেম্বর। দীর্ঘ ফরম্যাটের এই সিরিজটিই মিস করবেন শান্ত।
Advertisement
টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আশা করা হচ্ছে, শান্তকে সাদাবলের সিরিজে পাওয়া যাবে।
ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। আর টি-টোয়েন্টি সিরিজের পর্দা উঠবে ১৬ ডিম্বেবর।
এমএইচ/জেআইএম