দেশজুড়ে

ভোলায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়া তারা ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

Advertisement

সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার হাটখোলা জামে মসজিদের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।

এসময় বক্তারা বলেন, ভোলায় তিনটি গ্যাস ক্ষেত্র ও ৯টি কূপে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। অথচ ভোলার সদর পৌরসভা এলাকায় ২ হাজার ৩৭৬টি এবং বোরহানউদ্দিন পৌরসভা এলাকায় ৫টি গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এখনো ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হয়নি। কিন্তু ভোলার গ্যাস ইন্টাকোর মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায়। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আগে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। এছাড়া অতি দ্রুত ইন্টাকোর সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এসময় ইসলামী আন্দোলন ভোলা জেলার উত্তর শাখার সভাপতি মাওলানা মো. আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ‘ভোলার গ্যাস ভোলায় চাই’ আন্দোলন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলনের উত্তর কমটির সহ-সভাপতি মাওলানা মো. ওবায়দুর রহমান বিন মোস্তফা।

Advertisement

আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন উত্তর কমিটির সেক্রেটারি মাওলানা মো. তরিকুল ইসলাম তারেক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলার সভাপতি মো. আবু জাফরসহ প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/এএসএম