কানাডার টরন্টোতে বাংলা গানের কনসার্টের আয়োজন করা হচ্ছে। ১ ডিসেম্বর এটি মার্কহ্যামের ‘পিপলস থিয়েটার অব পারফর্মিং আর্টস’ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আয়োজনটির নাম রাখা হয়েছে নস্টালজিয়া আনপ্লাগড।
Advertisement
কনসার্টে প্রথমবারের মতো বাংলা ব্যান্ড মিউজিক জগতের দুই কিংবদন্তি ‘ওয়ারফেইজ’ ব্যান্ডের বাবনা করিম এবং ‘উইনিং’ ব্যান্ডের চন্দন একসঙ্গে অংশগ্রহণ করছেন। আরও থাকছে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যান্ড ‘শূন্য’ আর টরন্টোর আলোড়ন জাগানো শিল্পী রাজীব চৌধুরী।
বাবনা জানান, ‘চন্দন আর আমি প্ল্যান করছিলাম একটা আনপ্লাগড শো করার। অবশেষে সেটা হতে যাচ্ছে টরন্টোতে। ওখানকার বাংলা গানের শ্রোতাদের সুনাম শুনেছি। আশা করছি দারুণ অভিজ্ঞতা হবে।’
কনসার্টে মিউজিশিয়ানদের মধ্যে থাকছে পার্কেশনে রাজীব আর সজীব, গিটারে অর্ণব, বেজ গিটারে পল এবং কিবোর্ডে নিউ ইয়র্ক থেকে আসা রাজীব রহমান।
Advertisement
ইতিমধ্যে কনসার্টের প্রায় অর্ধেক টিকিট বিক্রি হয়ে গেছে। এ বিষয়ে আয়োজক সাউন্ড অব মিউজিক টরন্টোর অন্যতম কর্ণধার রাজিয়া সুলতানা শুক্তি বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি টরন্টোর বাংলা গান প্রেমী মানুষদের নতুন এবং মানসম্মত কিছু উপহার দিতে। এবারের লাইন আপ, ভেন্যু, সাউন্ড-সবকিছু নিয়ে আমরা ভীষণ আশাবাদী। টরন্টোবাসী শীতের শুরুতে একটি অসাধারণ অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছে।’
দেশ থেকে ১৩ হাজার কিলোমিটার দূরের টরন্টোবাসীরাও অধীর অপেক্ষায় প্রহর গুনছে গরম চায়ের ধোঁয়ার সঙ্গে ‘অবাক ভালোবাসা’, ‘হৃদয় জুড়ে’ আর ‘শোনো মহাজন’ এ গলা মিলিয়ে স্মৃতির পাতায় ঘুরে আসতে।
এলএ/জেআইএম
Advertisement