নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় নাজমুল নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল আলী বলেন, পার-বাগডোব গ্রামের আওয়ামী লীগ কর্মী জামাল হোসেনের সঙ্গে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্টের পর জামাল আত্মগোপনে ছিলেন। রোববার রাতে বাগডোব বাজারে মোজাহারের পানের আড়তের সামনের সড়ক দিয়ে জামাল বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোজাহার পথরোধ করে তর্কে লিপ্ত হলে মোজাহারের ভাতিজা নাজমুল ও নাসিরুল জামালকে চড়-থাপ্পড় মারেন। বিষয়টি জানাজানি হলে বাগডোবের সেলিম ও মাহাবুলের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে শতাধিক আওয়ামী লীগ কর্মী মোজাহারের পান আড়তে হামলা চালান।
এদিকে তাদের প্রতিহত করতে বিএনপিরও শতাধীক কর্মী সেখানে জড়ো হন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় দুই দলের লোক থাকলেও এটি ব্যক্তিগত দ্বন্দ্ব। এ বিষয়ে মোজাহার আলী অভিযোগ দিয়ে গেছেন।
রেজাউল করিম রেজা/এফএ/এএসএম