টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এখন নানান মহলের অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় ভাসছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। সরকার, বাফুফে এবং বিসিবিসহ নানা পক্ষ থেকে ফুটবল দলের জন্য ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংবর্ধনা দিয়েছেন নারী ফুটবল দলকে।
Advertisement
সেই নারী সাফ চ্যাম্পিয়ন্সশিপজয়ী নারী ফুটবলের দুই সদস্য অধিনায়ক সাবিনা খাতুন এবং রিতুপর্ণা চাকমা আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয় পরিদর্শনে যান।
এ সময় দুই নারী ফুটবলারদে স্বাগত জানান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি দুই নারী ফুটবলারকে ঘুরে ঘুরে বিসিবি কার্যালয়, মাঠ এবং অন্যান্য যা যা আছে-সব কিছু দেখান।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ক্রিকেট খেলারও চেষ্টা করেন। বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবিনা এবং রিতুপর্ণার স্কিল দেখে বিস্মিত হন নারী দলের অধিনায়ক জ্যোতি।
Advertisement
আইএইচএস/এমকেআর