কানাডায় হত্যার শিকার খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারের মিত্র হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কানাডিয়ান পুলিশ। এক প্রতিবেদনে এই দাবি করেছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
Advertisement
গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম আর্শদীপ সিং। তিনি আর্শ ডাল্লা নামেও পরিচিত। এই আর্শদীপ ভারত সরকারের ‘সন্ত্রাসী’ তালিকায় রয়েছেন। তিনি ভারতে ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভি বলছে, সম্প্রতি দেশটিতে গোলাগুলির ঘটনার পর আর্শ ডাল্লাকে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। ভারতের নিরাপত্তা সংস্থার বেশ কয়েকটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো বলছে, গত ২৭ বা ২৮ অক্টোবর মিলটন টাউনে গুলির ঘটনায় আর্শদীপ সিংকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে। তবে এ নিয়ে কানাডার পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। গত মাসে মিলটন শহরে গোলাগুলি হয়। তদন্তকারীরা বলছেন, সেই ঘটনায় যুক্ত ছিলেন আর্শদীপ। আততায়ীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন তিনিই।
Advertisement
ভারতের তদন্ত সংস্থাগুলো বলছে, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আর্শ ডাল্লা পরিবারসহ কানাডায় বসবাস করছেন। তিনি ভারতের পাসপোর্টধারী। গত বছর হত্যাকাণ্ডের শিকার হরদীপ সিং নিজ্জারের মিত্র হিসেবে পরিচিত ডাল্লা। আর্শ ডাল্লাকে গ্রেফতারের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর রাখছে ভারত।
খালিস্তানি টাইগার ফোর্সের ভারপ্রাপ্ত প্রধান ছিলেন এই ডাল্লা। তাকে হরদীপ সিং নিজ্জারের উত্তরসূরী হিসেবে মনে করা হতো। আর্শ ডাল্লার গ্যাং ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে থাকে বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে কংগ্রেস নেতা বালজিন্দর সিংহ বাল্লি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন আর্শদীপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি দাবি করেছিলেন, বালজিন্দর তার জীবন নষ্ট করে দিয়েছিলেন। অন্ধকার জগতে যেতে বাধ্য করেছিলেন। এছাড়া আরও বেশ কয়েকটি মামলায় আর্শদীপের নাম রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
Advertisement
এসএএইচ