নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা-ঋতুপর্ণারা।
Advertisement
নারী ফুটবল দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার ব্যাংকের একটি প্রতিনিধি দল বাফুফে ভবনে উপস্থিত হয়ে অভিনন্দনপত্র প্রদান করে।
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এই অভিনন্দনপত্র তুলে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলী জাহান আহমেদ, পরিচালক কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স সাঈদা খানম এবং অতিরিক্ত পরিচালক কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স খন্দকার ইফতেখার হাসান।
এ সময় বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম উপস্থিত ছিলেন। বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ সালে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সবচয়ে বড় এই টুর্নামেন্ট জিতেছিল।
Advertisement
আরআই/আইএইচএস/