নোয়াখালীর চাটখিল থানার মল্লিকার দিঘীরপাড় ফাজিল মাদরাসার শিক্ষক হুমায়ুন কবির দেওয়ানকে অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
Advertisement
বৃহস্পতিবার (৭ নভেম্বর) মাদরাসায় সংবাদ সন্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলন শেষে মাদরাসার প্রধান ও স্থানীয় প্রশাসন (ইউএনও) বরাবর ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি ও অভিযোগপত্র দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক হুমায়ুন কবির দেওয়ান ছিলেন স্বৈরাচারী সরকারের দোসর ও সুবিধাভোগী। ২০০৯ সালে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হুমায়ুন কবির দেওয়ান, আবু তাহের মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে মাদরাসার আরেক শিক্ষক মাওলানা ইয়াসিন আহমদের বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দেওয়া হয়।
Advertisement
তারা আরও বলেন, ২০১৯ সালে ইসমাইল রাফি নামের মাদরাসার এক ছাত্রকে ছাত্রলীগ নেতা সবুজ ও জসিম তুলে নিয়ে গিয়ে মারধর করেন। ওই ছাত্রকে তুলে নিয়ে যেতে সাহায্য করেন শিক্ষক হুমায়ুন কবির। এছাড়া বিভিন্ন সময় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে গালি দিতেন তিনি।
সংবাদ সম্মেলনে শিক্ষক হুমায়ুন কবিরের সহযোগিতায় শিবির সন্দেহে ছাত্রলীগের নির্যাতনের শিকার শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসআর/জিকেএস
Advertisement