ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতারের প্রথম দিনে চমক দেখিয়েছিলেন চার বছর পর পুলে নামা বাংলাদেশ সেনাবাহিনীর নারী সাঁতারু রোমানা আক্তার। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে স্বর্ণ জেতা রোমানা রোববার দ্বিতীয় দিনে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। তিনি স্বর্ণ জিতেছেন ২০১৬ সালে তার করা রেকর্ড টপকেই।
Advertisement
রোমানার দ্বিতীয় রেকর্ড গড়ার দিনে পুলে ঝড় তুলেছেন একই প্রতিষ্ঠানের আরেক সাঁতারু সামিউল ইসলাম রাফি। দুটি জাতীয় রেকর্ড করেছেন তিনি।
মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার ২য় দিনে সাঁতারে ১০টি ও ডাইভিং ১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সাঁতারে ৩টি জাতীয় রেকর্ড হয়েছে। দুই দিনে মোট ৭টি জাতীয় রেকর্ড হলো জাতীয় সাঁতারে।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ১৭টি স্বর্ণ, ১৩টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে ও বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক অর্জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
Advertisement
সামিউল ইসলাম রাফি ২০০ মিটার ব্যাক্তিগত মিডলেতে ২:০৯.৯৯ মিনিটে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। তিনি ভেঙ্গেছেন গত বছর বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়ার ২:১০.৭৭ মিনিটের রেকর্ড। সামিউল দ্বিতীয় স্বর্ণ জিতেছেন গত বছর করা নিজের রেকর্ড। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে গতবার তিনি সময় নিয়েছিলেন ২:১১.৮৬ মিনিট। এবার সময় নিয়েছেন ২:১০.৮৭ মিনিট।
রোমানা আক্তার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নিজের ৮ বছর আগে করা ২:৫১.৯০ মিনিটের রেকর্ড ভেঙ্গেছেন এবার ২:৫১.৩৫ মিনিট সময় নিয়ে।
আরআই/আইএইচএস/
Advertisement