সাহিত্য

কবির হোসেন মিজির কবিতা: অন্যমুখ

দীর্ঘকালের একটা পুরোনো মন্দিরএখনো দাঁড়িয়ে আছে বুকের ওপরতার প্রতিটি ইট-পাথর জেগে থাকেচোখের পাতায় পলকহীন।

Advertisement

বটবৃক্ষের ছায়া হয়ে থাকে মন্দিরের দেবতারা এখানেই বাহারি ফুলে পূজো হয়অদৃশ্য স্বপ্নের প্রতিমা সাজাই রাত-বিরাতলাল সিঁদুরে ফুলের পাপড়ি ধুইয়ে দিইসহস্রবার।

জল ঝরে জল পড়ে অসংখ্যবার—তার নামের ওপর তবু মুখ ফুটে বলেনি স্বপ্নের প্রতিমামায়াহরিণীর মগ্নজালে ওড়েপাহাড়ের নীল রং, ক্ষোভের ক্ষুধা।

মুক্ত ডানার স্বাদ পেলো খাঁচাবন্দি যে টিয়েসে নীড় সাজায় অন্য ডালে, অন্য মুখের প্রেমে।

Advertisement

এসইউ/জেআইএম