খেলাধুলা

‘ফাইনালে’ অস্ট্রেলিয়াকে ১৪০ রানে গুটিয়ে দিলো পাকিস্তান

দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে অলআউট করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। এবার সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’ ম্যাচে অসিদের ৩১.৫ ওভারে মাত্র ১৪০ রানে গুটিয়ে দিয়েছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফরা।  পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই এখন অস্ট্রেলিয়ার দলীয় সর্বনিম্ন সংগ্রহ।

Advertisement

অস্ট্রেলিয়ার ঘরের মাঠ থেকে সিরিজের ট্রফি নিয়ে আসতে পাকিস্তানকে করতে হবে ১৪১ রান।

পার্থ ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলার বিশ্রামে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। নতুন অধিনায়ক জস ইংলিসের নেতৃত্বে দলে আসেন কোপার কনোলি ( ৭ রানে রিটায়ার্ড হার্ট হন), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, স্পেন্সার জনসন ও ল্যান্স মরিস।

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের চার পেসারের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফ দুর্দান্ত বোলিংয়ে ৮৮ রানে ৬ উইকেট হারায় অসিরা।

Advertisement

ওপেনার ম্যাথিউ শটের ২২ আর তিনে নামা অ্যারন হার্ডির ১২ রান ছাড়া বাকিদের টপঅর্ডারদের বাকিরা ২ অংকে ছুঁতে পারেনি।

অষ্টম উইকেটে অ্যাডাম জাম্পাকে সঙ্গে ৩০ রানের জুটি করে অস্ট্রেলিয়ার স্কোর ১০০ পার করেন শন অ্যাবট। ২২ বলে ১৩ রান করে জাম্পা আউট হন নাসিমের বলে।

নবম উইকেটে স্পেন্সার জনসনকে নিয়ে ২২ রানের জুটি করে অস্ট্রেলিয়ার প্রাথমিক মান বাঁচান অ্যাবট। ৪১ বলে অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ ৩০ রান করেন ডানহাতি অসি ব্যাটার। স্পেন্সার আউট হন ১২ রানে।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ২ উইকেট নেন হারিস রউফ।

Advertisement

এমএইচ/এমএস