বিনোদন

ফেরানো গেল না অভিনেত্রী আফরোজাকে

অনেক চেষ্টার পরও ফেরানো গেল না অভিনেত্রী আফরোজাকে। টিভি নাটকের পরিচিত মুখ আফরোজা হোসেন মারা গেছেন। আজ (১০ নভেম্বর) রোববার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে আফরোজা হোসেনের সঙ্গে কিছু ছবি শেয়ার করে মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ 

আক্ষেপ করে মিঠু আরও লিখেছেন, ‘আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কি বলে সান্ত্বনা দিব গো। আমি টাঙ্গাইলে এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসছি গো আপা।’

দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন আফরোজা হোসেন। তিনি জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত ছিলেন। ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। ২০২২ সালে তার ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য তাকে মুম্বাইতেও নেওয়া হয়েছিল। জনপ্রিয় অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান ব্যক্তিগত তহবিল থেকে এই শিল্পীকে ১ লাখ টাকা সহযোগিতা করেছিলেন।

Advertisement

আফরোজা বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। তিনি ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন নাটক দিয়ে। পরে তিনি চলচ্চিত্রেও কাজ করেছেন। ১৯৯০-এর দশকে তার অভিনীত সিনেমাগুলি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল। সর্বশেষ ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

এমআই/জেআইএম/আরএমডি