দেশজুড়ে

বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির চার কর্মী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন হাসপাতালে পাঠিয়েছেন।

Advertisement

শনিবার (৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বদরপুর বিএনপির নেতা শহিদুল ইসলাম ও মো. কামাল হোসেনের দুই গ্রুপের মধ্যে দেবীরচর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৪-৫ জন আহত হন।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কতজন আহত হয়েছে সেটি তিনি নিশ্চিত নন বলে দাবি করেন। এছাড়াও এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস