অর্থনীতি

লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হত্যায় জড়িতদের শাস্তি দাবি বাজুসের

লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হিরালাল দেবনাথ (৫৮) হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

Advertisement

শনিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় বাজুস।

বিবৃতিতে বাজুস জানিয়েছে, গতকাল লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড়ের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মাতৃ শিল্পালয়ের স্বত্বাধিকারী হিরালাল দেবনাথ (৫৮) রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ৩ জন দুষ্কৃতকারী পথরোধ করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে হিরালাল দেবনাথের মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা, জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাজুস। এ বিষয়ে প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি।

Advertisement

একই সঙ্গে দেশের জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছে বাজুস।

এমএএস/ইএ/জিকেএস