দেশজুড়ে

সব সংস্কার করে নির্বাচনে যাবো এটা হতে পারে না: মঈন খান

সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সব প্রতিষ্ঠান সংস্কার করে নির্বাচনে যাবো- এটা কোনো যুক্তি হতে পারে না। সংস্কার এমন কোনো জিনিস নয় যে- আজকে সংস্কার করে তা তালাবদ্ধ করে রাখবো। তারপর ১০, ২০, ৫০ বছরেও আর সংস্কার করবো না। সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী সংস্কার করা প্রয়োজন তা চিহ্নিত করতে হবে। সেগুলো সংস্কার করে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে- এটাই দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা।

Advertisement

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সভায় এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি ঠিক করবে। এখানে কোনো দ্বিমত পোষণ করলে হবে না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ভূমিকা রাখেনি। জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ১৯৭১ সালে আওয়ামী লীগ কাপুরুষের মতো দেশের জনগণকে বিপদে ফেলে পালিয়ে যায়। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মুখে আবারো সেই একইভাবে পালিয়েছে। বাংলাদেশকে কারা রক্ষা করেছে সেই সঠিক ইতিহাস জানতে হবে।

Advertisement

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, কেন্দ্রীয় সদস্য খান রবিউল ইসলাম রবি, আক্তার জাহান রুকু প্রমুখ।

আলমগীর হান্নান/জেডএইচ/জিকেএস