আওয়ামী লীগের বিচারের দাবিতে আগামীকাল (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েতের (সমাবেশ) ঘোষণা দিয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন।
Advertisement
শনিবার (৯ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।
নিজের ফেসবুকে তিনি আগামীকালের কর্মসূচির একটি ফটোকার্ড শেয়ার করেছেন। একই ফটোকার্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
এর কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লেখেন, ‘সাঈদ-নুর-আসাদ ভাই, ফ্যাসিবাদের জায়গা নেই৷ শহীদ সাঈদ নূর আসাদ, নিপাত যাবেই মুজিববাদ..’
Advertisement
এদিকে এর আগে গুলিস্তানে একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির এই সমাবেশ ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‘গণহত্যাকারী/নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
এনএস/এমআইএইচএস/জিকেএস
Advertisement