অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী স্বৈরাচারের দুষ্কৃতকারীদের অশোভনীয় আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি। পাশাপাশি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা।
Advertisement
শনিবার (৯ নভেম্বর) আইন সমিতির অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জুলাই অভ্যুত্থানে জাতির পক্ষে অভিভাবকতুল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্র সংস্কারের কাজে অবদান রেখে চলেছেন ড. আসিফ নজরুল। বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিকে বিনাপ্রটোকল এবং প্রটেকশনে সুইজারল্যান্ডের জেনেভার বিমানবন্দর এলাকায় পলাতক আওয়ামী স্বৈরাচারের দোসরদের অশোভনীয় আচরণ আপামর জনসাধারণকে অপমানিত করে। এ ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাসের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদাসিনতা এবং নিরাপত্তা নিশ্চিত না করার বিষয়ে বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ আইন সমিতি। অত্র বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা বলেন, বিচারবিভাগ এবং বিচার প্রশাসনে পতিত ফ্যাসিস্ট সরকারের আশীর্বাদপুষ্টদের নির্মূল না করা পর্যন্ত এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা যায়। ফলে বিচার প্রশাসনকে ফ্যাসিবাদী শক্তির রাহুমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সেইসঙ্গে দোষীদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে।
Advertisement
এমএইচএ/এমএএইচ/জিকেএস