প্রকাশিত হলো কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ নূরুল হকের গল্পের বই ‘নবাবের একদিন’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জলধি। প্রচ্ছদ করেছেন কমল ঠাকুর। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
Advertisement
প্রকাশক জানান, মোহাম্মদ নূরুল হক কবি ও প্রাবন্ধিক হিসেবেই বেশি পরিচিত। তবে এই প্রথম তার গল্পের বই প্রকাশিত হলো। বইটি রকমারি, কবিতা ক্যাফে ও বইমেলাসহ দেশের বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাবে।
মোহাম্মদ নূরুল হক জানান, বইতে ৮টি গল্প স্থান পেয়েছে। গল্পসমূহ হলো: ‘একদা এক চন্দননগরে’, ‘নবাবের একদিন’, ‘ঠান্ডা মার্বেল’, ‘কালো মেঘের দুপুরে’, ‘জতুগৃহ’, ‘আজিমুদ্দিনের দোষ’, ‘জঙ্গল উপাখ্যান’ এবং ‘আসাদের শেষ দিন’।
আরও পড়ুন প্রকাশিত হয়েছে উম্মে সোহাগীর ‘খণ্ডিত জীবন’ সাজুর নতুন উপন্যাস ‘মাকে মনে পড়ে’মোহাম্মদ নূরুল হকের এ পর্যন্ত দশটি প্রবন্ধগ্রন্থ এবং চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে। প্রবন্ধগ্রন্থ হলো: সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য (২০১০), সমালোচকের দায় (২০১১), অহংকারের সীমানা ও অন্যান্য (২০১২), সমকালীন সাহিত্য চিন্তা (২০১২), সাহিত্যের রাজনীতি (২০১৩), কবিতার সময় ও মনীষার দান (২০১৬), আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য (২০২০), বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ (২০২৩), আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে (২০২৪) ও বাক্-স্বাধীনতার সীমারেখা (২০২৪)
Advertisement
কবিতার বই হলো: মাতাল নদীর প্রত্নবিহার (২০০৯), স্বরচিত চাঁদ (২০১১), উপ-বিকল্প সম্পাদকীয় (২০১৬) এবং লাল রাত্রির গান (২০২১)।
এসইউ/জিকেএস