জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে জরিমানা ৭৬ লাখ টাকা, মামলা ২১৬৬

রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুইদিন ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্তে ২১৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

Advertisement

শনিবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ৭ ও ৮ নভেম্বর ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্তে ২১৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়া দুইদিনে অভিযানকালে ১৮৪টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

Advertisement

টিটি/এমএএইচ/জিকেএস