ইসলামে মুসলমান মৃতের জন্য জানাজা পড়া ফরজে কেফায়া বা মুসলমান সমাজের আবশ্যকীয় কর্তব্য অর্থাৎ কয়েকজন জানাজা পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।
Advertisement
এক মুসলমানের ওপর আরেক মুসলমানের একটি হক হলো সে তার জানাজার নামাজ আদায় করবে, তাকে সমাহিত করবে। রাসুল (সা.) বলেন, এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক পাঁচটি: সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং তার হাঁচির জবাব দেওয়া। (সহিহ বুখারি: ১২৪০, সহিহ মুসলিম: ২১৬২)
জানাজার নামাজ মসজিদের বাইরে মসজিদের আশপাশে বা সামনের চত্ত্বরে, জানাজা আদায়ের বিশেষায়িত স্থান থাকলে সেখানে বা মাঠে-ময়দানে পড়াই নিয়ম। এটিই নবিজির (সা.) সুন্নত। আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সময় জানাজার নামাজ মসজিদের বাইরে পড়া হত। মসজিদে নববির পাশে একটি খালি জায়গা ছিল, সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেখানে জানাজার নামাজ পড়তেন। (মুয়াত্তা মুহাম্মাদ, পৃষ্ঠা: ২৪৮)
লাশ মসজিদের ভেতরে রাখা হোক বা বাইরে রাখা হোক বিনা ওজরে মসজিদে জানাজার নামাজ আদায় করা অপছন্দনীয় বা মাকরুহ। নবিজি (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদের ভেতর জানাজার নামাজ আদায় করবে সে জানাজার সওয়াব পাবে না। (সুনানে আবু দাউদ: ৩১৮৪)
Advertisement
তবে অন্য একটি বর্ণনায় এসেছে, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিশেষ পরিস্থিতিতে মসজিদেও দুজন সাহাবির জানাজার নামাজ আদায় করেছিলেন। (সহিহ মুসলিম: ৯৭৩)
এই দুই ধরনের হাদিসের মাঝে সমন্বয় করে ইসলামি আইনবিশারদগণ বলেছেন, স্বাভাবিক অবস্থায় জানাজার নামাজ মসজিদের বাইরেই আদায় করবে। কোনো ওজর থাকলে যেমন বৃষ্টি হলে অথবা বাইরে পড়ার মতো ব্যবস্থা না থাকলে মসজিদের ভেতরও জানাজা আদায় করা যাবে।
বর্তমানে বাংলাদেশের শহরগুলোতে মসজিদের বাইরে জায়গা না থাকার কারণে মসজিদে জানাজার নামায আদায় করা মাকরুহ হবে না। কিন্তু মসজিদের বাইরে জানাযার নামাজ পড়ার সুযোগ থাকলে মসজিদে জানাজার নামাজ পড়া মাকরুহ হবে।
মসজিদ যে জানাজা আদায়ের সঠিক স্থান নয় এটা সবার জানা থাকা উচিত এবং মসজিদ নির্মাণের সময়ই মসজিদের আশপাশে বা সামনে জানাজা আদায়ের জায়গা রাখা উচিত।
Advertisement
যদি কোনোভাবেই সেটা সম্ভব না হয়, তাহলে লাশ মসজিদের বাইরে রেখে যেন জানাজা পড়া যায় সেই ব্যবস্থা করা উচিত। কোনো কোনো ফকিহের মতে, লাশ মসজিদের বাইরে থাকলে মসজিদের ভেতরে জানাজার নামাজ পড়া মাকরুহ হবে না।
ওএফএফ/এমএস