গেল জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা কাঁদিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রথমবার দেখা হয়েছিল দুই দলের। এবার ঘরের মাঠে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলো ভারত। প্রোটিয়াদের ৬১ রানে হারিয়ে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল।
Advertisement
আগে ব্যাট করে ওপেনার সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ উইকেটে ২০২ রান তোলে ভারত। জবাবে ১৭.৫ ওভারে ১৪১ রান করে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বোলারদের তুলোধুনো করেন স্যামসন। ভারতের ইনিংসের মোট ১৩টি ছক্কার ১০টিই হাঁকান ডানহাতি এই ব্যাটার। সঙ্গে ৭টি চার হাঁকিয়ে ৫০ বলে ১০৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। মাত্র ৪টি টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি হাঁকালেন তিনি।
স্যামসন সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৪৭ বলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড এটি।
Advertisement
আগের টি-টোয়েন্টিতে হায়দরাবাদে বাংলাদেশি বোলারদের বেধড়ক পিটিয়ে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন স্যামসন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড করলেন এই মারকুটে ব্যাটার।
১৮ বলে ৩৩ রান করেন তিলক ভার্মা। ১৭ বলে ২১ রান করেন অধিনায়ক সূর্যকুমার। এতে ২০২ রানের বড় পুঁজি দাঁড় করায় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ৯৩ রানে ৭ উইকেট নেই প্রোটিয়াদের। দুই ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুইয়ের তোপে ১৩ বল আগেই ১৪১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ২৫ রানের ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। ১১ বলে ২১ রান করেন ওপেনার রায়াল রিকেল্টন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুই।
Advertisement
এমএইচ/এএসএম