চট্টগ্রামের সাতকানিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে হানিফ নামের এক যুবককে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার চার বছরের বেশি সময় পর মো. হোছাইন ওরফে হোসেনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
Advertisement
শুক্রবার (৮ নভেম্বর) এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে পিবিআই চট্টগ্রাম জেলার একটি টিম চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ফকিরের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হোছাইন সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিম ছিটুয়া পাড়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক বাবুল আকতার।
তিনি বলেন, ২০২০ সালে ২০ মার্চ সন্ধ্যায় ভিকটিম হানিফকে মোবাইল করে ডেকে নেন হোছাইন। পরে ভিকটিমকে মারধর করেন। এতে ভিকটিমের দুই পায়ের হাঁটুর নিচে ভেঙে যায়। পরে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরদিন ২১ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Advertisement
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। পরে বাদী নারাজি দিলে আদালত মামলাটি পুনরায় তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন, মামলার তদন্ত পাওয়ার পর আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত প্রধান আসামি হোছাইনকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে হোছাইনকে গ্রেফতার করা হয়।
এর আগে এ মামলায় গ্রেফতার দুইজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হোছাইনের জড়িত থাকার প্রমাণ মেলে। মূলত ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে হোছাইন আত্মগোপনে ছিলেন বলে জানান তিনি।
এমডিআইএইচ/কেএসআর/এএসএম
Advertisement