মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, তার সঙ্গে সংলাপ করতে মস্কো প্রস্তুত।
Advertisement
ট্রাম্পের জয়ের পর প্রথম মন্তব্যে নির্বাচনী প্রচারণায় হত্যাচেষ্টার সময় রিপাবলিকান নেতার সাহসের প্রশংসা করেছেন পুতিন। সে সময় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। তখন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন।
পুতিন রাশিয়ান ব্ল্যাক সি রিসোর্ট সোচির একটি আন্তর্জাতিক ফোরামে বলেন, আমার মতে ট্রাম্প সে সময় যথাযথ কাজটাই করেছিলেন, একদম সঠিকভাব, সহসীভাবে ও একদম সত্যিকার মানুষের মতো।
ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি প্রস্তুতির কথা বলেন।
Advertisement
৭২ বছর বয়সী পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের যে আগ্রহ সেটা আমার মতে তাৎপর্যপূর্ণ।
বিশ্বে যেসব যুদ্ধ চলছে, তা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) নির্বাচনে জয়লাভের পর ফ্লোরিডায় দেওয়া এক ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি।
ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে ট্রাম্প বলেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। ডেমোক্র্যাটরা বলেছিল, আমি নাকি যুদ্ধ শুরু করবো। আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না, বরং যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।
সূত্র: আল-জাজিরা
Advertisement
এমএসএম