দেশজুড়ে

টাঙ্গাইলে পল্লী চিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেফতার

টাঙ্গাইলে পল্লী চিকিৎসক ইকবাল হোসেন হত্যা মামলার অভিযুক্ত আসামি ইশারত আলীকে (৩০) সোমবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে টাঙ্গাইল মডেল থানার পুলিশ।এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদিক হোসেন জানান, টাঙ্গাইল সদর উপজেলার তেজপুর বহুলী পাড়াস্থ নিজ বাড়িতে পল্লী চিকিৎসক ইকবাল হোসেন হত্যা মামলার আসামি ইশারত আলী আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আসামির নিজ ঘরের ধানের গোলায় পলায়ন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তিনি পল্লী চিকিৎসক হত্যা মামলার তিন নম্বর আসামি।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্তর এলাকায় ইকবাল হোসেন নামের এক পল্লী চিকিৎসককে রাত সাড়ে ৯টার দিকে গোলচত্তর এলাকায় কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত ইকবাল উপজেলার আগ দিঘুলিয়া এলাকার আবদুল আজিজের ছেলে। তিনি টাঙ্গাইল পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গোলচত্তর বাজারে ফ্লেক্সিলোড ও বিকাশের এজেন্টসহ পল্লী চিকিৎসক হিসেবে তিনি কাজ করতেন। হত্যার পরের দিন নিহতের বড় ভাই আব্দুল কাদের বাদী হয়ে দিপুকে প্রধান আসামি করে ও রাজ্জাক, ইসারত, মাকমুলসহ আট জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। আরিফ উর রহমান টগর/ এমএএস/এবিএস

Advertisement