সারাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা এবং ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ এবং একটি কারখানা সিলগালা করা হয়েছে।
অন্যদিকে, নিষিদ্ধ পলিথিন বিক্রয় করার দায়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে ২৫০০ টাকা জরিমানাসহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Advertisement
আরএএস/এমআরএম