দেশজুড়ে

গাইবান্ধা থেকে চুরি হওয়া বাস হিলিতে উদ্ধার

গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। পরে পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর (হিলি) থেকে চুরি যাওয়া বাসটি উদ্ধার করে পুলিশ। হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে বুধবার (৬ নভেম্বর) ভোরে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এ চুরির ঘটনা ঘটে।

গাইবান্ধা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদশা বলেন, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি বাস প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরে কে বা কারা এটি চুরি করে নিয়ে যায়।

এরপরই বাস চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Advertisement

হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া বলেন, বাসটি দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার শালাইপুর বাজার থেকে সন্ধ্যার দিকে উদ্ধার হয়। গাইবান্ধায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছিল। লোকমুখে শুনেছি, কিছুক্ষণ আগে বাসটি দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে।

এ এইচ শামীম/জেডএইচ/এএসএম

Advertisement