কিপিং করতে গিয়ে বাঁ-হাতের তর্জনি ফাটিয়ে ফেলেছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে পরের দুই ওয়ানডে আর খেলা হবে না তার।
Advertisement
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, যেহেতু মুশফিক আফগানদের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়েছেন, তাহলে কি তার বিকল্প কাউকে ঢাকা থেকে পাঠানো হবে শারজায়?
জাতীয় দলের অন্যতম নির্বাচক হান্নান সরকার জাগো নিউজকে জানালেন, ‘নাহ! আমরা আর নতুন করে কাউকে শারজায় পাঠাচ্ছি না।’
কারণ ব্যাখ্যা করে হান্নান সরকার বলেন, ‘দলে জাকের আলী অনিক ও জাকির হাসান দু’জন আছেন। দুজনই কিপিংয়ের পাশপাশি ব্যাটিংটা ভাল পারেন এবং দুজনই স্পেশালিস্ট ব্যাটার ও স্বীকৃত কিপার। তাই আর মুশফিকুর রহিমের বিকল্প কাউকে নতুন করে পাঠানোর প্রয়োজনীয়তা অনুভব করছি না আমরা। সে কারণেই নতুন করে কাউকে আর পাঠানো হচ্ছে না।’
Advertisement
এআরবি/আইএইচএস