খেলাধুলা

তামিমের প্রিয় বই হ্যারি পটার সিরিজের ফিলোসপার স্টোন

তিনি নিজেই সেলিব্রিটি। এমনিতেই বেশ জনপ্রিয়। তবে তারও তো কিছু প্রিয় জিনিস থাকতে পারে। কোন শখ, কোন প্রিয় জায়গা, কোন প্রিয় ব্যাক্তিত্ব- এসব তো থাকতেই পারে। তামিম ইকবালেরও আছে। তার প্রিয় বই তাহলে কোনটি? বাংলাদেশের তুমুল জনপ্রিয় এই ক্রিকেটারের ভক্তরা অবশ্যই সে জিনিসটা জানতে বেশ মুখিয়ে।স্পোর্টজ উইকি নামে খেলাধুলার জনপ্রিয় একটি ওয়েবসাইট খোঁজার চেষ্টা করেছে বিশ্বের জনপ্রিয় বেশ কয়েকজন ক্রিকেটারের প্রিয় বই কোনটি কোনটি। ১৪টি ক্রিকেট খেলুড়ে দেশের ১৩জন জনপ্রিয় ক্রিকেটারের প্রিয় বইয়ের তালিকা প্রকাশ করেছে তারা। সে তালিকায় বাংলাদেশ থেকে নাম এসেছে তামিম ইকবালের। টাইগারদের এই ড্যাশিং ওপেনারের প্রিয় বই কোনটি? তামিম জানিয়েছেন, তার প্রিয় বই জে কে রাওলিং রচিত বিখ্যাত কমিক সিরিজ হ্যারি পর্টারের, `হ্যারি পর্টার অ্যান্ড দ্য ফিলোসপার`স স্টোন।`কেন এই বই তার প্রিয়? এ প্রশ্নের জবাবে তামিম বলেন, `এই বই পড়ে নিজেকে হ্যারি পটার ভাবতে বেশ মজা লাগে। এটা আসলে লেখকের একটা শক্তি। আমি চিন্তা করি, এমন কিছু আমিও তো করতে পারি। এটা এমন এক বই, যা এক নিঃশ্বাসে পড়ে ফেলার মত। রাত-দিন এমনকি খেলার বিরতিতে পর্যন্ত আমি বইটা পড়েছি।`এই তালিকায় এসেছে ভারতের বিরাট কোহলির নামও। তার প্রিয় বই আন্দ্রে আগাসির লেখা ওপেন। এটা আগাসির আত্মজীবনী। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনেরও প্রিয় এই একই বই।ইংলিশ ক্রিকেটার লুক রাইটের প্রিয় বই আর এল স্টাইনের গুজবাম্প সিরিজ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের প্রিয় বই লি চাইল্ডের জ্যাক রিচার সিরিজ। শ্রীলংকা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের প্রিয় বই জন ম্যাক্সওয়েলের ট্যালেন্ট ইজ নেভার এনাফ।জিম্বুবয়ে ক্রিকেটার গ্রায়েম ক্রেমারের প্রিয় বই লেন্স অার্মস্টংয়ের ইটস নট অ্যাবাউট দ্য বাইক। নেদারল্যান্ডস ক্রিকেটার পিটার বোরেনের প্রিয় বই পাসকেল মার্সিয়ার নাইট ট্রেইন টু লিজবন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুলেমান বেনের প্রিয় বই ক্লাইভ লয়েডের দ্য অথোরাইজড বায়োগ্রাফি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ওয়েন পার্নেলের প্রিয় স্টিফেন কিংয়ের দ্য স্ট্যান্ড।পাকিস্তানের শহিদ আফ্রিদির প্রিয় বই মুহাম্মদ জাকারিয়া কান্দলাভির লেখা ফাজাইল-ই আমল। কেনিয়ান ক্রিকেটার স্টিভ টিকোলোর সেরা বই নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম। আয়ারল্যান্ড ক্রিকেটার এড জয়সির প্রিয় বই জর্জ অরওয়েলের ১৯৮৪। কানাডিয়ান ক্রিকেটার জুবিন সারকারির প্রিয় বই কেইথ রিচার্ডসের লাইফ।আইএইচএস/পিআর

Advertisement