টেকনাফের নাফ নদীতে মাছ শিকারের সময় নৌকাসহ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলেকে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Advertisement
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে আরাকান আর্মি জেলেদের নাফ নদী দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
এর আগে, গত ৫ নভেম্বর বিকালে সাগর থেকে জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরবর্তীতে বিজিবির প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
Advertisement
তিনি আরও বলেন, ২০ জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহাঙ্গীর আলম/এএইচ/জিকেএস