চাঁদপুর সেতুতে টোল চালু করায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন পরিবহন শ্রমিকরা।
Advertisement
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টা থেকে চাঁদপুর সেতু ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধে করে বিক্ষোভ করেন তারা।
এতে দুই ঘণ্টা বন্ধ ছিল চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে যানচলাচল। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। যানচলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেটে গন্তব্যে যান।
পরে সেনাবাহিনী ও পুলিশের সামনেই উত্তেজিত চালক ও পরিবহন শ্রমিকরা চাঁদপুর সেতুর টোল ঘর ভেঙে ফেলে। প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয় যানচলাচল। তবে পরিস্থিতি এখনো থমথমে।
Advertisement
অটোরিকশাচালক রিয়াদ বলেন, সকালে খালি সিএনজি নিয়ে যাওয়ার সময় আমার কাছে টোল চায়। আমি টোল দেবো না বললে মারধর করে। তারা অবৈধভাবে আর কতদিন টোল নেবে?
সিএনজিচালিত অটোরিকশার মালিক প্রতিনিধি খোরশেদ আলম বলেন, দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পরও এখনো টোল আদায় হচ্ছে। ছাত্র আন্দোলনের কারণে কিছুদিন টোল বন্ধ থাকলেও এখন আবার নতুন করে টোল নেওয়া হচ্ছে। আমরা সব শ্রমিক ও মালিক পরিবহনের নেতাকর্মীরা এই টোল আদায় বন্ধ চাই।
যাত্রী আব্বাস উদ্দিন বলেন, সড়কে যানবাহন বন্ধ থাকায় হেটে যেতে হচ্ছে। যত আন্দোলন হোক সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। পরে সেনাবাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগ দেন। প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল করে। টোল আদায় নিয়ে উভয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
Advertisement
শরীফুল ইসলাম/জেডএইচ/জিকেএস