দেশজুড়ে

টাকা দিতে না পারায় ব্যাংক কর্মকর্তাদের আটকে রেখে বিক্ষোভ

সাভারে ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় টাকা তুলতে না পেরে কর্মকর্তাদের আটকে রেখে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সাভার বাজার রোডে ব্যাংকটির শাখায় অর্ধশতাধিক গ্রাহকরা এ বিক্ষোভ করেন।

এসময় বিক্ষুব্ধ গ্রাহকরা বলেন, আমাদের পরিশ্রমের জমানো টাকা ব্যাংকে আমানত হিসেবে রেখেছি। কিন্তু জমানো টাকা উত্তোলনের জন্য চেক দিলে চাহিদা মোতাবেক টাকা দিচ্ছে না। এক লাখ টাকার চেক দিলে ব্যাংক থেকে অনুরোধ করে ১০ হাজার টাকা দেওয়া হয়। নিজেদের অর্থ ফেরত পেতে এখন অনিশ্চয়তায় ভুগছি।

বিপাশা ইয়াসমিন নামের এক গ্রাহক বলেন, হজ্জ করতে যাবো বলে টাকা জমিয়েছিলাম। কিন্তু সেই টাকা আমি তুলতে পারছি না। এছাড়া আমার স্বামী বেতন হয় এই অ্যাকাউন্টে। বর্তমানে অনেকটাই অসহায়। ছেলে মেয়েদের বেতন, বাসা ভাড়া, বাজারের টাকা পর্যন্ত ধার করে চলতে হচ্ছে।

Advertisement

তিনি আরও বলেন, গত দুই মাস ধরে ঘুরে ঘুরে মাত্র দশ হাজার টাকা দিতে পেরেছে। পরের সপ্তাহ বলে বলে দিন কাটাচ্ছে।

এবিষয়ে ন্যাশনাল ব্যাংকের সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাসিনুর রহমান বলেন, এক সময় ন্যাশনাল ব্যাংকের সুনাম ছিল। কিন্তু গত ২/৩ বছর ধরে এ ব্যাংক নিয়ে নানা রকমের গুজব ছড়ানো হয়েছে। এছাড়া কিছু দিন আগে এক উপদেষ্টা কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন। এতে গ্রাহকরা একসঙ্গে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করেন। কিন্তু কোনো গ্রাহক ব্যাংকে টাকা জমা না রাখায় এ সংকট দেখা দিয়েছে।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/এএসএম

Advertisement