অভিষেকের পর থেকে ঝড় তুলেছিলেন। পুরো ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন তিনি। দিন যত গড়িয়েছে, তত তিনি নিজেকের তুলে ধরেছেন অন্য উচ্চতায়। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে চিনিয়েছেন অন্যভাবে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের অধিনায়ক কেনে উইলিয়ামসন থেকে শুরু করে সেরা সেরা ব্যাটসম্যানদের বোল্ড করেছিলেন তিনি।এ কোটি ৪০ লাখ রুপিতে আইপিএলের ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দারাবাদ তাকে কিনে নিয়েছে। প্রথমবারেরমত আইপিএল খেলতে গিয়েও বেশ আলোচনার জন্ম দিলেন বিস্ময়কর এই পেসার। তাদের হাতের জাদু দেখতে দেখতে যেন এখন মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। একের পর এক কার্টার, স্লোয়ার, ইয়র্কারে তিনি মাতিয়ে তুলেছেন আইপিএলকে। ভারতীয় মিডিয়া, ভারতীয় বিশেষজ্ঞ থেকে শুরু পুরো পুরো বিশ্বের ক্রিকেটমহল তার প্রশংসায় পঞ্চমুখ। আগেও মুস্তাফিজের দারুণ প্রশংসা করেছিলেন সুনিল গাভাস্কার। এবার আর প্রশংসা নয়, তিনি তৈরী করলেন এবারের আইপিএলের সেরা তিন ব্যাটসম্যান এবং সেরা তিন বোলারের একটি তালিকা। যেখানে অবধারিতভাবেই চলে এলো মুস্তাফিজের নাম।সুনিল গাভাস্কারের চোখে সেরা তিন ব্যাটসম্যানের প্রথমজন বিরাট কোহলি। এবারের আইপিএলে যে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, তাতে সুনিল গাভাস্কার কেন, যে কারও সেরা পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসবে তার নাম। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার আগে ৮ ম্যাচে তিনি করেছেন ৫৪১ রান। দুটি সেঞ্চুরি রয়েছে তাতে। সর্বশেষ রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন তিনি। কোহলি সম্পর্কে গাভাস্কার বলেন, ‘ব্যাট হাতে তিনি তার কাজটি সম্পাদক করে দিয়ে আসছেন শতভাগ। অন্যাদের জন্য খুব বেশি কিছু বাকি রাখছেন না। নিঃসন্দেহে এখনও পর্যন্ত তিনি একজন সেরা ব্যাটসম্যান।’গাভাস্কারের চোখে দ্বিতীয় সেরা ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের ব্যাট নিয়মিত হেসে চলছে আইপিএলে। ব্যাটিংয়ে একার হাতে দলকে অনেকটা টেনে নিয়ে চলছেন তিনি। নেতৃত্বেও তার ব্যাটিংয়ের প্রভাব পড়ছে। একই শিখর ধাওয়ানকেও ফর্মে ফিরিয়েছেন তিনি। ৯ ম্যাচে তিনি করেছেন ৪৫৮ রান।গাভাস্কার বলেন, ‘কৃতিত্ব অবশ্যই ডেভিডের প্রতি যাওয়া উচিৎ। কারণ সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। যেমন অধিনায়কত্বে, তেমনি ব্যাট হাতেও। একই সঙ্গে ফিল্ডিংয়ের সময়ও দারুন অধিনায়ক তিনি। ফিল্ডিং সাজানো এবং নিজের ফিল্ডিং দিয়ে উদাহরণ তৈরী করছেন ওয়ার্নার।’তবে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নির্দিষ্ট কাউকে নির্বাচন করতে পারলেন না গাভাস্কার। তার মতে এই স্থানটির জন্য টস হওয়া প্রয়োজন রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে এবং গৌতম গম্ভীরের মধ্যে। এই তিন ওপেনার দলের জন্য প্রথম থেকে দারুণ অবদান রেখে চলেছেন। রান তাড়া করতে নেমে রোহিত তো দুর্ধর্ষ হয়ে ওঠেন। গৌতম গম্ভীরও একইভাবে ব্যাট করে যাচ্ছেন। রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আজিঙ্কা রাহানের ব্যাটও নিয়মিত কথা বলে যাচ্ছে।গাভাস্কারের চোখে সেরা তিন বোলারের মধ্যে শীর্ষে আছেন কেকেআরের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বল হাতে যেন নতুন বিপ্লব সূচনা করেছেন এই জ্যামাইকান। এখনও পর্যন্ত ১০ ম্যাচ থেকে ১৪টি উইকেট নিয়ে সেরা অবস্থানে রয়েছেন তিনি। আন্দ্রে রাসেলকে নিয়ে গাভাস্কার বলেন, ‘সে তো এক ওভারেই খেলার চেহারা পরিবর্তন করে দিতে পারে। সেটা হোক ব্যাট হাতে কিংবা বল হাতে। বেশ শক্তিশালী ক্রিকেটার তিনি। তার গতিময় বল এবং মাঝে মধ্যে স্লোয়ারগুলো বেশ কাজ দিচ্ছে এবারের আইপিএলে।’গাভাস্কারের চোখে এবারের দ্বিতীয় সেরা বোলার নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনঘান। মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসারকে কমপ্লিট এ বোলার হিসেবে আখ্যায়িত করলেন। ‘যেভাবে সে ক্রিজকে ব্যবহার করে এবং যেভাবে সে কোনাকুনি বল ডেলিভারি দেয়, তাতে বেশ ফল পাচ্ছেন তিনি। ওভার দ্য উইকেট কিংবা অ্যারাউন্ড দ্য উইকেট যেটাই হোক ব্যাটসম্যানদের বিপদে ফেলছেনই তিনি। তার বল বুঝতেই পারছে না ব্যাটসম্যানরা।’গাভাস্তারের চোখে এরপরের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। স্পেশালি তিনি এই স্থানটি রাখলেন মুস্তাফিজের জন্য। কারণ বাংলাদেশের এই পেসারে দারুণ মুগ্ধ তিনি। গাভাস্কার বলেন, ‘তিনি খুব সহজেই ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন। তবে তার স্পেশালিটিটা হলো গতি পরিবর্তন না করেই স্লোয়ার দেয়ার ক্ষেত্রে। রানআপ কিংবা অ্যাকশন পরিবর্তন না করেই বলে দারুণ বৈচিত্র্য আনতে পারে মুস্তাফিজ। যে বলগুলো বোঝা ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।’আইএইচএস/পিআর
Advertisement