রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় উদ্যানে গাছের চারা রোপণ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে বন বিভাগ। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি এলাকায় পরিত্যক্ত খোলা জায়গায় গাছের চারা রোপণ করার সময় সংঘর্ষ বেধে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন বিভাগের লোকজন গাছের চারা রোপণ করতে গেলে স্থানীয় নুরুল আমিন ও তার পরিবারের লোকজন জায়গাটি তাদের নিজস্ব দাবি করে বন বিভাগকে বাধা দেয়। বন বিভাগ যেসব চারা রোপণ করেছে তা তুলে ফেলে দেন। গাছের চারা উপড়ে ফেলার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়া হয়। এসময় বন বিভাগ আত্মরক্ষার জন্য এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বন বিভাগের অফিস সহকারী ওসমান গণি ও মালি লুৎফর রহমান আহত হন। পরে বন বিভাগ থেকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয়দের মধ্যে নুরুল আমিন ও তার পরিবারের সদস্য সুফিয়া বেগম, সুরমা বেগম, রিনা পারভিন ও এক কিশোরী আহত হয়েছেন বলে নুরুল আমিন দাবি করেছেন। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন বলেন, বিষয়টি সমাধানের জন্য রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই ৫৬ই বেংগল কার্যালয়ে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে আসার জন্য ডাকা হয়েছে।
Advertisement
এ বিষয়ে জায়গাটির দাবিদার নুরুল আমিন বলেন, ‘আমরা এ জায়গায় দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করে আসছি। সম্প্রতি জেলা প্রশাসক জায়গাটি আমাদের বলে মত দিয়েছেন। কাগজপত্র আছে।’
সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস