জাতীয়

কারা কর্মকর্তা-কর্মচারীদের অনুমতি ছাড়া অফিস ত্যাগ না করার নির্দেশ

বর্তমানে কারা অধিদপ্তর থেকে জরুরি প্রয়োজনে বিভিন্ন কারাগারে যোগাযোগ করা হলে কর্মকর্তা ও কর্মচারীদের তাৎক্ষণিকভাবে অফিসে পাওয়া যায় না। এজন্য কারা অধিদপ্তর একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, নিয়মিতভাবে যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অফিস ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সম্প্রতি কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের সই করা এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, দাপ্তরিক জরুরি প্রয়োজনে কারা অধিদপ্তর থেকে টেলিফোন ও মোবাইল ফোনে বিভিন্ন কারাগারে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীকে তাৎক্ষণিক অফিসে উপস্থিত পাওয়া যায় না। এছাড়া কোনো কোনো কর্মকর্তা ও কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত দীর্ঘ সময়ের জন্য অফিস ত্যাগ করেন।

এর ফলে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তথ্য না পাওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণে অযাচিত বিলম্ব হয়, যা সুষ্ঠু কারা প্রশাসনের অন্তরায় এবং শৃঙ্খলার পরিপন্থি।

Advertisement

নোটিশে আরও বলা হয়, এমতাবস্থায় সুষ্ঠু প্রশাসন পরিচালনার সুবিধার্থে সব কর্মকর্তা ও কর্মচারীকে সরকারি নির্দেশনা মোতাবেক নিয়মিতভাবে যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হলো।

একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অফিস ত্যাগ না করার জন্যও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

টিটি/এমকেআর/এএসএম

Advertisement