জাতীয়

ঢাকার খাল দখল-দূষণমুক্ত করতে কর্মপরিকল্পনায় ওয়ার্কিং গ্রুপ

ঢাকার খালগুলোর প্রবাহমানতা ফেরাতে দখল-দূষণমুক্ত করে এবং খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গঠনে সময়ভিত্তিক, ব্যয়সাশ্রয়ী কর্মপরিকল্পনা প্রণয়ণে ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ ওয়ার্কিং গ্রুপ গঠন করে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ঢাকার জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। ১১ সদস্যের এই ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

Advertisement

ওয়ার্কিং গ্রুপে সদস্য হিসেবে রয়েছেন-বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, নদী রক্ষা কমিশনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, এনজিও/সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধি (স্থানীয় প্রশাসন কর্তৃক মনোনীত)।

কমিটি অবিলম্বে ৩ দিনের কর্মশালা আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়ণ করবে বলে চিঠিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়নের পর দ্রুত অংশীজনের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে। কমিটি ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করবে।

Advertisement

আরএমএম/এমআইএইচএস/এএসএম