আন্তর্জাতিক

রিপাবলিকানদের দখলে যাচ্ছে সিনেট

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রিপাবলিকান পার্টি। এখনও অনেক আসনের ভোট গণনা চলমান থাকলেও এটা স্পষ্ট যে ডেমোক্র্যাটরা তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয় যেমন নিশ্চিত হয়েছে একই ভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদেও এগিয়ে আছেন রিপাবলিকানরা।

Advertisement

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ভোটাররা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৪টি আসনের সিনেটর নির্বাচনেও ভোট দিয়েছেন।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, সিনেটের যেসব আসনের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে রিপাবলিকানরা এরইমধ্যে ৫২টি আসন নিশ্চিত করেছেন এবং ডেমোক্র্যাটরা ৪৪টি আসন পেয়েছেন।

মার্কিন সিনেটে আসন সংখ্যা ১০০। বর্তমান সিনেটে ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু এখন এর নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে যাচ্ছে।

Advertisement

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত রিপাবলিকানরা ১৯১টি এবং ডেমোক্র্যাটরা ২০৬টি আসন নিশ্চিত করেছেন। বর্তমান প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ।

পশ্চিম ভার্জিনিয়ায় প্রত্যাশিত ক্ষতি কমাতে একটি রিপাবলিকান আসন দখলের আশা করছিল ডেমোক্র্যাটরা। তবে টেক্সাসে তারা টেড ক্রুজকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে।

ওহাইওতে ডেমোক্র্যাটিক সিনেটর শেররড ব্রাউনের পরাজয়ের পর সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ কমে যেতে শুরু করে। দুইটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ফ্লোরিডা এবং টেক্সাসেও এগিয়ে আছে রিপাবলিকানরা।

নেব্রাস্কার ৬৯ শতাংশ ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী ড্যান ওসবোর্ন বর্তমান রিপাবলিকান ডেব ফিশারের বিপক্ষে সামান্য পিছিয়ে আছেন। তবে ওসবোর্ন জিতলেও সিনেটে তিনি ডেমোক্র্যাটদের সমর্থন দেবেন কি না তা এখনও স্পষ্ট না।

Advertisement

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন বলে জানা গেছে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটপ্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল ভোট। তবে এখনো কিছু আসনে ফলাফল ঘোষণা বাকি আছে।

টিটিএন