মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর রাশিয়ার মতো চীনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো অভিনন্দন বার্তা পাঠানোর খবর পাওয়া যায়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের জানিয়েছেন যে, মার্কিন নির্বাচনের ফলাফল সম্পূর্ণরূপে প্রকাশিত হলে এবং ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রেসিডেন্ট ঘোষণা করার পর চীনও নিয়ম অনুযায়ী প্রাসঙ্গিক বিষয়গুলো পালন করবে।
Advertisement
অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আবারও নির্বাচিত হওয়ায় চীনের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই ট্রাম্পকে নিয়ে চীনা নাগরিকদের মধ্যে বাড়তি একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিল। অনেকেই তাকে পছন্দ করেন এবং প্রায়ই ‘কমরেড ট্রাম্প’ নামে ডেকে থাকেন।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন কৌতুক করে লিখেছেন, আগামী চার বছরে অনেক মজা দেখা যাবে। ওই পোস্টে সবচেয়ে বেশি লাইক পড়েছে। তবে চীনের যেসব ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করেন, তাদের মধ্যে বেশ উদ্বেগ দেখা যাচ্ছে।এর কারণ নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গিয়ে বিদেশি পণ্যের ওপর কর বাড়াবেন।
Advertisement
সর্বশেষ খবর অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন বলে জানা গেছে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটপ্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল ভোট। তবে এখনো কিছু আসনে ফলাফল ঘোষণা বাকি আছে।
টিটিএন