জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য আহত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Advertisement
মঙ্গলবার (৫ নভেম্বর) জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৩৭.০০.০০০০.০৭১.০৬.০০৭.২০১৬-৪১৫ সংখ্যক স্মারকমূলে জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে যেসব শিক্ষার্থী আহত হয়েছেন সেসব শিক্ষার্থীর বেতন/টিউশন ফি মওকুফের জন্য নিম্ন স্বাক্ষরকারীর নিকট যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ আবেদন করার জন্য বলা হলো।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
Advertisement
উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, যেসব শিক্ষার্থী জুলাই-আগস্টের বিপ্লবে আহত হয়েছেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে বেতন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আহত শিক্ষার্থীদের তালিকা তৈরি করবো। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন হওয়ার পর আমরা বিজ্ঞপ্তি দিয়েছি।
আরএএস/ইএ/জেআইএম