প্রবাস

ইতালিতে প্রবাসীদের উদ্যোগে বৈশাখী মেলা

ব্যস্ততার মাঝেও একটু দেরীতে হলেও আপন সংস্কৃতি উদযাপনে ভুলে যাননি ইতালির বাঙালি প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন রোমের সাওপাওলো ঐক্য পরিষদের উদ্যোগে গত রোববার ইতালিতে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইতালীতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাদাত হোসেন। মেলার সার্বিক সহযোগীতায় ছিলেন রোমা ওয়েষ্ট সমাজ কল্যান সমিতি ও শেখ ইসহাক।দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা বাংলা ১৪২৩ সালকে বরণ করেন। ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে স্বদেশের কৃষ্টি ,সংস্কৃতি বিভিন্ন খাবার পরিবেশনের মাধ্যমে ভিন দেশীদের মাঝে বাংলাদেশকে তুলে ধরেন প্রবাসীরা। ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আ. লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, মুক্তিযোদ্ধা লূৎফুর রহমান, সহ-সভাপতি হাবীব চৌধূরী, জসিম উদ্দীন, আব্দুর রউফ ফকির, একে এম লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক আতিয়ার রসুল কিটন, মোক্তার জামান, জসিম উদ্দীন, মান্নান মাতবর মঞ্জু, এনায়েত করিম, মামুন, আলাউদ্দীন শিমুলসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে প্রবাসী নারীরা স্বদেশের পান-সুপারী দিয়ে  রাষ্টদূতসহ উপস্থিত সকল অতিথিকে আপ্যায়ন করান। পরে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।  সকলের সমাগমে বর্ষবরণ ও বৈশাখী মেলা আরো প্রাণবন্ত হয়ে উঠে। প্রাণের উচ্ছ্বাসে সবাই মেতে উঠেন বৈশাখী আনন্দে। এমএমজেড/এবিএস

Advertisement