যশোরে জামায়াত কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৬ নভেম্বর) বিকেলে শহরের মুজিব সড়কস্থ জেলা আইনজীবী সমিতির সামনে এই সমাবেশ হয়।
Advertisement
সমাবেশে জামায়াতে ইসলামীর যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোরে গত কয়েকদিন অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় আমাদের এক কর্মীও হত্যার শিকার হন। কি দোষ ছিল তার? এলাকায় তিনি মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলেছিলেন।
হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মামলা হলেও পুলিশ তাদের আটক করতে পারেনি বলে দাবি করেন তিনি। তিনি বলেন, এই সন্ত্রাসীদের কারা আশ্রয় দিচ্ছেন, সেটা আমরা জানি। যারা নতুন করে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন, তারা নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টির সুযোগ করে দিচ্ছেন।
এসময় তিনি সব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
Advertisement
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শাহাব্দ্দুীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা, অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।
গত সোমবার সন্ধ্যায় জামায়াত ইসলামীর গাজীর বাজার ইউনিটের সভাপতি আমিনুল ইসলাম সজলকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। সজল যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার বাসিন্দা এবং স্থানীয় শান্তিশৃঙ্খলা কমিটি ও বাজার কমিটির সভাপতি ছিলেন।
মিলন রহমান/জেডএইচ/জিকেএস
Advertisement