পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে পুনরায় অফিস আদেশ জারি করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
Advertisement
ক্যাম্পাসে ছাত্রদলের কর্মসূচি পালনের পরিপ্রেক্ষিতে বুধবার (৬ নভেম্বর) রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের সই করা এক আদেশে এ কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার পরও রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্রদলের কর্মসূচি পালনের প্রতিবাদে স্মারকলিপি দেন সাধারণ শিক্ষার্থীরা। ৪ নভেম্বর দুপুরে তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। এর পরিপ্রেক্ষিতে পুনরায় অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নোটিশে উল্লেখ করা হয়, ১৩ আগস্ট সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড (সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ করে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়। তবে সাম্প্রতিককালে বিভিন্ন নামে-বেনামে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে আদেশ মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করেছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
জেডএইচ/এমএস