জাতীয়

দেশে ফিরিয়ে বিচারের দাবিতে হাসিনার ‘চিতা দাহ’

শেখ হাসিনাকে পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ানক মানবতাবিরোধী ও গণহত্যাকারী উপাধি দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ‘চিতা দাহ’ কর্মসূচি পালন করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ’ নামের একটি সংগঠন।

Advertisement

বুধবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালিত হয়। এতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে চিতা তৈরি করে তাতে শেখ হাসিনার কুশপুতুল পোড়ানো হয়। এর গায়ে ভারতীয় পতাকার আদলে শাড়ি পরানো ছিল। এসময় সংগঠনটির আহ্বায়ক জাকি সুমন ও সদস্য সচিব ডি কে সোলায়মানের নেতৃত্বে মঞ্চের সংগঠক নাসির হোসেইন, সাদমান সাকিব, সাঈদ নাসের, ফেরদৌস জিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির আহ্বায়ক জাকি সুমন তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করেছিল ভারত। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা তার থেকে মুক্তি পেয়েছি। আর কখনো যেন ভারত সেই সুযোগ না পায় আমাদের তা নিশ্চিত করতে হবে।

Advertisement

সদস্য সচিব ডি কে সোলায়মান বলেন, ভারত বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালানো স্বৈরশাসক হাসিনাকে আশ্রয় দিয়েছে। এটা সব বাংলাদেশিকে হত্যার সমতুল্য। অবিলম্বে সরকার যদি ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের না ব্যবস্থা করে, সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে।

কবি রেদোয়ান নোমানি সংহতি প্রকাশ করে বলেন, হাসিনার বিচার করাটা বিশ্বের সভ্যতা এবং মানবতার জন্য সবচেয়ে জরুরি।

এমএইচএ/এমএইচআর/জিকেএস

Advertisement