বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া শহীদ আবু সাঈদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আবু সাঈদের দুই ভাই তার সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, আমি সবসময় তোমাদের পাশে থাকবো।
Advertisement
বুধবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন। তারা তাদের বাবা-মায়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ড. ইউনূস আবু সাঈদ ও অন্য শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করায় তাদের বাবা-মা আবেগাপ্লুত হয়েছিলেন বলেও জানান তারা।
আরও পড়ুন এটা আবু সাঈদের বাংলাদেশ: ড. ইউনূসরমজান আলী ড. ইউনূসকে বলেন, আপনি তার (আবু সাঈদ) বিপ্লবী ভূমিকা সম্পর্কে যেভাবে উল্লেখ করেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার পরদিনই আমাদের গ্রামে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এতে আমরা সম্মানিত হয়েছি।
প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়ার সময় দুই ভাই তার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন। ‘প্রধান উপদেষ্টার সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে সৈন্যদের কাছ থেকে গার্ড অব অনার পেয়ে আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন’- বলেন আবু হোসেন।
Advertisement
তারা আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলার বিষয়ে অধ্যাপক ইউনূসকে অবহিত করেন এবং ন্যায়বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা জানান, তারা তাদের ভাইয়ের নামে একটি ফাউন্ডেশন স্থাপন করবেন এবং গ্রামে একটি আদর্শ মসজিদ ও একটি মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা করছেন। এ বিষয়ে তারা দুটি মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য আবেদন করেছেন। ফাউন্ডেশনটি গরিব ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য কাজ করবে।
এসময় প্রধান উপদেষ্টা আবু সাঈদের পরিবারের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার তার হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ কখনো শহীদ আবু সাঈদ ও তার জাতির জন্য অবদানকে ভুলবে না। তার আত্মত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছে। তিনি পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং জানান, তার দরজা সবসময় তাদের জন্য খোলা থাকবে।
Advertisement
তিনি বলেন, আমি সবসময় তোমাদের পাশে থাকব। তিনি তাদের বাবা-মায়ের জন্য তার সালাম পৌঁছে দিতে বলেন।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দিন গত ১০ আগস্ট ড. ইউনূস রংপুরের বাবনপুর গ্রামে আবু সাঈদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কবর জিয়ারত করেন।
এমইউ/এমকেআর/জিকেএস