বিনোদন

নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বিগ্ন হলিউড তারকারা

এখনও চুড়ান্ত ঘোষণা আসেনি ২০২৪ সালের নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট কে হচ্ছেন। তবে হলিউডের সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় ফলাফলের দেরিতে আসার বিষয়ে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করছেন।

Advertisement

কেটি কুরিক, বেটি মিডলার, ইয়ভেট নিকোল ব্রাউন, জন কুস্যাক এবং ক্রিস্টা ভার্নফ হলিউডের কিছু রাজনৈতিকভাবে সক্রিয় সেলিব্রিটিরা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মন্তব্য করছেন।

পশ্চিম উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার রাতের শেষে পেনসিলভেনিয়া, নেভাডা, মিশিগান, উইসকনসিন, মিনেসোটা এবং অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির ফলাফল এখনও নির্ধারিত হয়নি।

অ্যাসোসিয়েটেড প্রেস ইতোমধ্যে ঘোষণা করেছে, ট্রাম্প জয়ী হয়েছেন জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, টেক্সাস, মিসৌরি, ওহাইও, ওয়াইমিং, লুইসিয়ানা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, আর্কানসাস, সাউথ ক্যারোলিনা, ফ্লোরিডা, মিসিসিপি, টেনেসি, ওকলাহোমা, আলাবামা, ইন্ডিয়ানা, আইডাহো, কানসাস, আইওয়া, ইউটাহ, মন্টানা এবং পশ্চিম ভার্জিনিয়া রাজ্যগুলোতে।

Advertisement

অ্যাসোসিয়েটেড প্রেস ঘোষণা করেছে কমলা হ্যারিস জয়ী হয়েছেন নিউ ইয়র্ক, ভারমন্ট, মেরিল্যান্ড, কনেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, ডেলাওয়্যার, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ওয়াশিংটন, ওরেগন, ডিসি, ভার্জিনিয়া, হাওয়াই এবং ইলিনয়েসে।

মঙ্গলবার রাতে, হ্যারিসের ক্যাম্পেইন টিম তাদের কর্মীদের কাছে একটি ইমেল পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে যে তারা আশা করছেন, নির্বাচন পরবর্তী ফলাফল বুধবার সকালে জানা যাবে।

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ভোটারদের মনে করিয়ে দিয়ে বলেন, ‘২০২০ সালে সমস্ত ভোট গণনা করতে কয়েকদিন সময় লেগেছিল, এবং সম্ভবত এবারও আমরা রাতে ফলাফল জানব না।’

তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য ও পরিসংখ্যান বলছে, আমেরিকা তার নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেই পেতে যাচ্ছে। কারণ ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি অবস্থানে রয়েছেন ট্রাম্প। অর্থাৎ ট্রাম্পের জয় এখন অনেকটাই নিশ্চিত বলা যায়। তিনি ইতোমধ্যেই ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে কমলা এগিয়ে আছেন ২১৪টিতে।

Advertisement

এলএ/জেআইএম