গত জুলাইয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানোর মূল নায়ক ছিলেন সৌম্য সরকার। এরপর হঠাৎই যেন হারিয়ে যান তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রিমিয়ার লিগেও হাসছিল না তার ব্যাট। তবে সোমবার আবাহনীর বিপক্ষে অন্যবদ্য ৮৪ রানের ইনিংস খেলেন এ ওপেনার। ফর্মে ফিরেই সৌম্য জানালেন, রানে ফিরতে আবাহনীকেই লক্ষ্য বানিয়েছিলেন তিনি।সোমবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘আবাহনী অনেক বড় দল, তাই তাদের বিপক্ষেই বড় ইনিংস খেলার লক্ষ্য ঠিক করেছিলাম। সবচেয়ে বড় কথা আমার লক্ষ্য ছিলো ইনিংসটাকে বড় করার। তবে নিজের ভুলের জন্য সেঞ্চুরি মিস করলাম।’প্রায় দশমাস বড় কোন স্কোর ছিল না সৌম্যর ব্যাটে। মাঝে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে একটি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বিশ্বকাপ টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ স্কোর ছিল ২১। তারপরও সৌম্য দাবি করেন তিনি রানের মাঝেই ছিলেন। তবে ইনিংসকে বড় করতে পারছিলেন না।‘রান প্রতিদিনই ছিলো; কিন্তু বড় রান করতে পারেনি। শেষ চারটা ম্যাচে হয়তো বড় রান করতে পারিনি। ২০-২১ করে আউট হয়ে যাচ্ছিলাম। চেষ্টা ছিলো ইনিংসটা বড় করার। সুযোগ ছিলাম ভালো জায়গা, ভালো বলের। যেখানে বড় কোন কিছু করতে পারবো। তবে সেঞ্চুরিটা হলেও আরও ভালো হতো।’বড় করতে না পারায় নিজের মাঝে হাতাশা কাজ করছিল জানান সৌম্য। সতীর্থরা একই মাঠে রান করতে পারায় হাতাশা আরও বৃদ্ধি পায় বলেও উল্লেখ করেন তিনি। তাই এ ম্যাচের আগে কিছুটা নার্ভাস ছিলেন তিনি। রান না পাওয়ায় নিয়মিত অনুশীলনে নিজের ভুল-ত্রুটি নিয়ে কাজ করেছেন বলেও জানান তিনি। ‘নার্ভাস একটু ছিলাম। আশে-পাশের সবাই রান করছিলো। যখন স্কোরবোর্ড দেখা হয়, তখন একটু নার্ভাস এবং হতাশা লাগেই। একই উইকেটে খেলছি, সবাই রান করছে আমার হচ্ছে না। অপেক্ষায় ছিলাম; নিজে নিজের অনুশীলনটা ভালো মতো করছিলাম। কোথায় কি ভুল হচ্ছে। আসলে সুযোগের আশায় ছিলাম। ওদের পাশাপাশি আমারও কিছু করা উচিত।’আরটি/আইএইচএস/এবিএস
Advertisement