মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় দুই দফায় বৃষ্টি হয়েছে। এসময় বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। মধ্যরাত ১টা ৫০ এ বৃষ্টি শুরু হয়ে চলে রাত ৩টা পর্যন্ত।
Advertisement
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, রাতে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামীকাল আবার বৃষ্টির সম্ভাবনা নেই।
তিনি আরও জানান, শীতের আগ মুহূর্তে এমন বৃষ্টি হয়।
আরও পড়ুন:
Advertisement
এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানী ঢাকায় শীতল হাওয়া বইতে শুরু করে। এরপর কিছু কিছু এলাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রাত সাড়ে ১০টার পর ঢাকার বিভিন্ন স্থানে একদফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়।মোহাম্মদপুরে হয় শিলাবৃষ্টি। এরপর বৃষ্টি কমে এলেও হালকা বজ্রপাত হচ্ছিল। মধ্যরাতে মুষলধারে বৃষ্টি হয়, সঙ্গে বজ্রপাতও।
মঙ্গলবার সন্ধ্যার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে আজ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আরও পড়ুন:ঝোড়ো বৃষ্টি হতে পারে দেশের ১১ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি বরফ-শিলায় ঢেকে গেছে সৌদির মরুভূমি বছরজুড়ে প্রকৃতির বৈরী আচরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কাবুধবার (৬ নভেম্বর) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরএএস/এসএনআর/জেআইএম