একুশে বইমেলা

শুরু হলো চর্যাপদ একাডেমির বই উপহার মাস

‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’—স্লোগানে নভেম্বর মাসকে বই উপহার মাস ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’—প্রতিপাদ্যকে সামনে রেখে মাসজুড়ে চলবে কর্মসূচি। পথ-ঘাট, অফিস-আদালত, স্কুল-কলেজ এমনকি যানবাহনেও উপহার দেওয়া হবে বই। চতুর্থবারের মতো এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

Advertisement

২ নভেম্বর বিকেল ৫টায় চাঁদপুর শহরের পুরান বাজার নূরিয়া পাইলট স্কুলের শহীদ মিনারে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন একাডেমির নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপার সভাপতিত্বে সহকারী পরিচালক ফেরারী প্রিন্সের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল ও দৈনিক প্রিয় চাঁদপুরের প্রধান সম্পাদক বিপ্লব সরকার।

আরও পড়ুন৩ কবির কবিতাসন্ধ্যা ও গল্পগ্রন্থের মোড়ক উন্মোচনপলাশের ‘অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র’র মোড়ক উন্মোচন

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি শিউলী মজুমদার, মহাপরিচালক রফিকুজ্জামান রণি, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, আর্কাইভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানী, অর্থ অডিটর আমিন উদ্দিন ও মো. নূর-এ আলম।

Advertisement

এ সময় বিভিন্ন শ্রেণিপেশার পাঠকের হাতে বই তুলে দেন একাডেমির সদস্যরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আবু বকর সিদ্দিক।

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, ‘মাসজুড়ে চলবে কর্মসূচি। প্রতিদিন বিভিন্ন পাঠকের হাতে বই তুলে দেওয়া হবে। এ মাসে ৮০০ থেকে ১০০০ বই দেওয়ার টার্গেট করা হয়েছে। সবার সহযোগিতা পেলে টার্গেট পূরণ হবে।’

চর্যাপদ একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা বলেন, ‘গত ৫ বছরে প্রায় সাড়ে এগারো হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। যাদের সহযোগিতায় আমরা এতদূর এসেছি; তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

এসইউ/জেআইএম

Advertisement