নওগাঁয় দুটি হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এ মামলা করেন।
Advertisement
এর আগে সকালে শহরের দয়ালের মোড়-ডিগ্রির মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। অভিযানে পৃথক অপরাধে দয়ালের মোড় এলাকার হোটেল সাত ভাই চাম্পা ও রুবির মোড় এলাকার পঞ্চ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে মামলা নির্দেশ দেন তিনি।
এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চিন্ময় প্রামাণিক বলেন, অভিযান চলাকালীন সময়ে সাত ভাই চাম্পা হোটেলে গেলে ছয় লিটার দুধ নষ্ট অবস্থায় পাওয়া যায়। এছাড়াও পঞ্চ হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় গেলে পাঁচ কেজি শুকনা ও এক কেজি নষ্ট কাঁচামরিচ পাওয়া যায়। ফলে সাত ভাই চাম্পার মালিক আমিরুল ইসলাম ও পঞ্চ হোটেলের মালিক মারুফ আহমেদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
Advertisement
নওগাঁ বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম বলেন, দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক বাদী হয়ে মামলা দুটি করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছেন বিচারক।
আরমান হোসেন রুমন/আরএইচ/এমএস