সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার হোয়াইট হাউজ ছেড়ে আসাটাই উচিত হয়নি। রোববার (৩ নভেম্বর) পেনসিলভেনিয়ায় শেষ মুহূর্তের প্রচারে বক্তব্য দেওয়ার সময় সমর্থকদের উদ্দেশে তিনি এমন মন্তব্য করেন।
Advertisement
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রোববার পেনসিলভেনিয়ায় বক্তব্য দেওয়ার সময় ২০২০ সালের নির্বাচনের স্মৃতিচারণ করছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, আমি যেদিন দায়িত্ব ছাড়লাম, সেদিন পর্যন্ত আমাদের সীমান্ত দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ ছিল। হোয়াইট হাউজ ছাড়াই আমার উচিত হয়নি। আমরা খুব ভালো কাজ করেছিলাম।
আরও পড়ুন:
গাজা যুদ্ধ শেষ করতে সাধ্যের সব করবো: কমলা হ্যারিস ভোটারদের কী প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প-কমলা? সর্বশেষ জরিপে কে এগিয়ে ট্রাম্প নাকি কমলা? মার্কিন নির্বাচন ঘিরে ভুয়া ভিডিও, এফবিআইয়ের সতর্কতা২০২০ সালের ওই নির্বাচনে ভোট কারচুপি করে ফল উল্টে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ অভিযোগে বেশ কয়েকটি মামলাও করেছিলেন। এমনকি, নির্বাচনের ফল মানবেন না বলে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা পর্যন্ত চালিয়েছিলেন। এ হামলার পেছনে ট্রাম্পের ‘উসকানি’ ছিল বলে অভিযোগ রয়েছে।
Advertisement
এবারও ট্রাম্প এমন কাণ্ড ঘটাতে পারেন ও নির্বাচনের ফলাফল অস্বীকার করতে পারেন বলে আশঙ্কা করছেন ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা। ডেমোক্র্যাট শিবির বলছে, তারা প্রস্তুতি নিয়ে রাখছে। ট্রাম্প আগেভাগেই নিজেকে বিজয়ী দাবি করলে সামাজিক মাধ্যমে ‘আসল সত্য’ তুলে ধরতে প্রস্তুতি সেরে রাখছে কমলা হ্যারিসের দল।
আরও পড়ুন:
ভোটারদের কী প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প-কমলা? মার্কিন নির্বাচন নিয়ে কী ভাবছে রাশিয়া?দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের হোয়াইট হাউজ না ছাড়াবিষয়ক এই মন্তব্য ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের কিছুদিন পর তার কয়েকজন সহকারীদের কাছে বলা কথার প্রতিধ্বনি। সে সময় ট্রাম্প তার সহকারীদের কয়েকজনকে বলেছিলেন, তিনি হোয়াইট হাউজ ছেড়ে যাবেন না।
ট্রাম্পের এক সহকারী বলেন, সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছিলেন, আমি কোনোভাবেই হোয়াইট হাউজ ছাড়বো না। অপর এক সহকারী বলেন, ট্রাম্প তাকে বলেছিলেন, নির্বাচনে জেতার পরও আমি কেন হোয়াইট হাউজ ছেড়ে যাবো? আমরা কখনোই এখান থেকে যাচ্ছি না।
Advertisement
সেই সময় যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভোটের ফলপ্রকাশের আগেই নিজেকে বিজয়ী বলে ঘোষণা করে দিতে পারেন ট্রাম্প। এমনকি, ওই প্রতিবেদনগুলোতে এমনও দাবি করা হয় যে, নিজের ঘনিষ্ঠদের ট্রাম্প জানিয়েছিলেন, তিনি হোয়াইট হাউসেই থাকছেন।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
এসএএইচ