দেশজুড়ে

মেঘনা উপকূলে ৬০০ চারা রোপণ

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে মেঘনা নদীর উপকূলীয় এলাকায় ৬০০ ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে এ চারা রোপণ করা হয়।

Advertisement

আয়োজকরা জানান, রামগতি ও কমলনগরের ১১টি স্থানে ৬০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এরমধ্যে নারিকেল গাছ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ কর্মসূচির উদ্বোধন করে ব্যাংকটির নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাইনুল ইসলাম।

তিনি বলেন, বনায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতা। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসসহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় বনায়নের গুরুত্ব অপরিসীম।

Advertisement

কাজল কায়েস/জেডএইচ/এমএস